25 C
আবহাওয়া
১২:৪৮ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ক্রিস কেয়ার্নস ক্যান্সারে আক্রান্ত

ক্রিস কেয়ার্নস ক্যান্সারে আক্রান্ত


বিএনএ, বিশ্বডেস্ক : হার্ট অ্যাটাক থেকে সুস্থ হওয়ার পর এবার কোলন ক্যান্সারে আক্রান্ত হলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ক্রিস কেয়ার্নস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে অন্ত্রের ক্যান্সারের খবরটি জানান তিনি।

কেয়ার্নস ইনস্টাগ্রামে লিখেছেন, “গতকাল আমাকে বলা হয়েছে আমার অন্ত্রের ক্যানসার হয়েছে… এটা বড় শক এবং আমি যা আশা করছিলাম তা নয়, যা একটি রুটিন চেকআপ হওয়ার কথা ছিল। সুতরাং, যখন আমি সার্জন এবং বিশেষজ্ঞদের সঙ্গে আরেকবার পরামর্শ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা মনে রাখতে চাইছি যে আমি কতটা ভাগ্যবান। এবং আমি আমার জীবনে যা কিছু করেছি, তার জন্য আমি কতটা ধন্য। এবার আশা করছি প্রথম রাউন্ডে একটা সুইফ্ট আপার কাট হবে।”

নিউজিল্যান্ডের হয়ে ৬২ টেস্ট খেলে ২০০ উইকেট আর ৩০০০ রানের কীর্তি গড়েন ষষ্ঠ অলরাউন্ডার কেয়ানর্স।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ