বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে দুই বাসের মধ্যে রেষারেষির খেসারত দিতে হল তিন পথচারীকে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসষ্টান্ড এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন, আবু বকর সিদ্দিক (২০)। তিনি কাঁচপুর রায়ের চেক এলাকার ফজল করিমের ছেলে। ওহিদুল (৩২)। তিনি রংপুর জেলার কোতয়ালী থানার শ্যামপুর গ্রামের মৃত মুকুলের ছেলে ও সজিব সরকার (২৮)। তিনি চাঁদপুর জেলার উত্তর মতলব থানার উদমদি গ্রামের মৃত নকুল সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে রাজধানী থেকে ছেড়ে আসা বোরাক পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-২৫৮৬) ও হোমনা সুপার সার্ভিস (ঢাকা মেট্রো জ ১৪-০৯৩৭) কাঁচপুর ওভারব্রিজের সামনে আগে যাওয়ার প্রতিযোগিতা শুরু করে। একপর্যায়ে বোরাক বাসটি কাঁচপুর ওভারব্রিজের ঢালুতে থামিয়ে যাত্রী উঠানামা করছিল। এ সময় হঠাৎ হোমনা সুপার সার্ভিস বাসটি পেছন থেকে ধাক্কা দেয় বোরাককে। এতে রাস্তা পারাপারের সময় তিন পথচারী গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে।
বিএনএ/ওজি