বিএনএ,ঢাকা: গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন মন্তব্য করেছেন,৭২ এর সংবিধানকে নতুন করে ঠিক করার কিছু নেই । শেখ হাসিনা দুঃশাসন করেছে বলে সম্পূর্ণ সংবিধানকে আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি না।
রোববার (৫ জানুয়ারি) সকালে প্রেসক্লাবে গণফোরামের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ড. কামাল হোসেন আরো বলেন, জনআকাঙ্খা অনুযায়ী সংবিধান সংশোধন করা যেতে পারে। তবে ৭২ এর সংবিধানকে কবর রচনা করতে পারে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য না দেয়ার আহ্বান জানাছি। জনগণকে নিয়ে লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। সব ষড়যন্ত্রকে নসাৎ করতে ঐক্যের সাথে সকলকে মোকাবেলা করতে হবে। এ সময় সকলকে ধৈর্য্যের সাথে ঐক্য ধরে রাখতে হবে।
বিএনএনিউজ / আরএস