20 C
আবহাওয়া
১২:১৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » মাহফিলে পাঁচ শতাধিক মোবাইল ফোন চুরি

মাহফিলে পাঁচ শতাধিক মোবাইল ফোন চুরি

মোবাইল ফোন: ডিবির সাত পরামর্শ

যশোর : তিন দিনের তাফসিরুল কোরআন মাহফিলে পাঁচ শতাধিক লোকজন মোবাইল হারিয়েছেন। গত বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার রাতে যশোরের পুলেরহাট এলাকায় আদ্-দ্বীন সখিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মাঠে আয়োজিত মাহফিলে এ ঘটনা ঘটেছে।

যশোর কোতোয়ালি থানা পুলিশ শনিবার(৪ জানুয়ারি ২০২৫) জানিয়েছে, গত তিন দিনে মাহফিলে অন্তত পাঁচ শতাধিক লোকজন মোবাইল হারিয়েছেন মর্মে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এর মধ্যে শুধু শনিবার ১৩৫ জন জিডি করেছেন।

তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন ছিল শুক্রবার। রাতে বয়ান করেন বিশিষ্ট ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। এদিন সন্ধ্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বয়ান করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘তিন দিনের মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হয়েছিল। এর মধ্যে অনেকের মোবাইল ফোন, স্বর্ণের গয়নাসহ মূল্যবান জিনিসপত্র হারানো গেছে। অনেকে জিডি করেছেন। এগুলোর বিষয়ে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।’

ওসি বলেন, ‘শুধুমাত্র শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৩৫ জন জিডি করেছেন। গত তিন দিনে মোবাইল ও স্বর্ণের গয়না হারানোর জিডি করেছেন পাঁচ শতাধিক লোকজন। জিডি করতে আসা মানুষের ভিড় এখনও রয়েছে। যেভাবে লোকজন আসছেন, জিডির সংখ্যা আরও বাড়বে।’

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ