21 C
আবহাওয়া
১১:০১ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » মালিতে বাসে জঙ্গি হামলায় নিহত ৩১

মালিতে বাসে জঙ্গি হামলায় নিহত ৩১


বিএনএ বিশ্বডেস্ক : আফ্রিকার দেশ মালিতে জঙ্গিদের হামলায় একটি বাসের  ৩১ যাত্রী মারা গেছেন,।  শুক্রবার(৩ ডিসেম্বর) মালির মোপতি প্রদেশে ঘটেছে এই ঘটনা। এ হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যাত্রীবোঝাই বাসটি মালির মোপতি প্রদেশের মধ্যাঞ্চলের গ্রাম সংঘো থেকে ১০ কিলোমিটার দূরে বান্দিয়াগারা শহরের একটি বাজারের দিকে যাচ্ছিল।একদল সশস্ত্র জঙ্গি পথিমধ্যে বাসটি থামিয়ে তাতে বন্দুক হামলা করেছে। তাদের গুলিতে ৩১ যাত্রী নিহত হওয়াসহ অনেকেই আহত হয়েছেন।’

রয়টার্স আরও  জানায়, মোপতির যে এলাকায় এই হামলা হয়েছে, সেখানে আল কায়েদা ও ইসলামিক স্টেট- উভয় গোষ্ঠীরই ব্যাপক তৎপরতা রয়েছে।

আল কায়েদা ও ইসলামিক স্টেটের সন্ত্রাসের কারণে গত কয়েক বছরে পশ্চিম আফ্রিকার তিন দেশ মালি, নাইজার ও বুরকিনা ফাসোতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ