26 C
আবহাওয়া
৫:৫৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » আমিনুলকে আহ্বায়ক করে ঢাকা উত্তরে বিএনপির কমিটি ঘোষণা

আমিনুলকে আহ্বায়ক করে ঢাকা উত্তরে বিএনপির কমিটি ঘোষণা


বিএনএ, ঢাকা : আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। সোমবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আমিনুল ও মোস্তফা ছাড়া কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক।

একই দিন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটি, ময়ময়নসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি এবং শেরপুর জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপি

চট্টগ্রাম মহানগরে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে এরশাদ উল্লাহকে। আর সদস্য সচিব করা হয়েছে নাজিমুর রহমানকে।

যুগ্ম আহ্বায়করা হলেন-মোহাম্মদ মিয়া ভোলা, এম. এ আজিজ, আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন প্রমুখ।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ