26 C
আবহাওয়া
৬:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৬

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৬


বিএনএ, বিশ্বডেস্ক : ইন্দোনেশিয়ার প্রত্যন্ত ফ্লোরেস দ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।

‘লেওতোবি লাকি-লাকি’ নামক আগ্নেয়গিরির মনিটরিং কর্মকর্তা ফিরমান ইয়োসেফ জানান, রোববার মধ্যরাতের পর এই অগ্ন্যুৎপাত হয়। ফলে বাতাসে দুই হাজার মিটার উঁচু বাদামী রঙের ছাই ছড়িয়ে পড়ে। গরম ছাইগুলো নিকটবর্তী গ্রামে আঘাত হানে। এতে ক্যাথলিক নানদের একটি উপাসনালয়সহ বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে যায়।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো তথ্য সংগ্রহ করা হচ্ছে। কিছু বাড়ি ধসে পড়ে লোকজন চাপা পড়েছে বলে মনে করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, পুলুলেরা, নাওকোট, হোকেং জায়া, ক্লাতানলো, বোরু এবং বোরু কেদাং- এই ছয়টি গ্রামে অগ্ন্যুৎপাতের কারণে কমপক্ষে ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে হোকেং গ্রামের একজন নান নিহত ও আরেকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ দ্বীপটির উপাসনালয় তত্ত্বাবধানকারী সেন্ট গ্যাব্রিয়েল ফাউন্ডেশনের প্রধান আগুস্তা পালমা। তিনি বলেন, অন্ধকারে আগ্নেয়গিরির ছাইয়ের বৃষ্টির নিচে আমাদের নানরা আতঙ্কে দৌঁড়ে নিরাপদ স্থানে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, হোকেংয়ের মতো গ্রামগুলোতে আগ্নেয়গিরির কয়েকটন ধ্বংসাবশেষে বাড়ির ছাদ পর্যন্ত ঢেকে গেছে। উত্তপ্ত উপাদানের কারণে বাড়িঘরে আগুনও লেগে যায়।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ