17 C
আবহাওয়া
৮:৪৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ফরিদপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

ফরিদপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

ফরিদপুরে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিএনএ, ফরিদপুর: ফরিদপুরের চরকমলাপুর এলাকায় সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ট্যাংকের শাটারিং খুলতে গিয়ে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- শহরের শোভারামপুর এলাকার বাবু মিয়া (৫৫) ও সদর উপ‌জেলার কানাইপুর ইউ‌নিয়‌নের কোষা গোপালপুর এলাকার সাইদ মুসুল্লী (১৮)।

আরও পড়ুন:

ফরিদপুরে ডেঙ্গুতে আরও মৃত্যু দুই

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, সকালে নির্মীয়মান সেপটিক ট্যাংকের অবশিষ্ট কাজ করতে যান শ্রমিকরা। এক মাসের মতো সেপটিক ট্যাংকটির কাজ বন্ধ ছিল, যে কারণে এর তলদেশে পানি জমে ছিল।

সেপটিক ট্যাংকের শাটারিং খুলতে গিয়ে ভেত‌রে গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ