22 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » তুমব্রু সীমান্তে ২ মিয়ানমার নাগরিক আটক

তুমব্রু সীমান্তে ২ মিয়ানমার নাগরিক আটক

মিয়ানমার নাগরিক আটক

বিএনএ ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা থেকে গুপ্তচর সন্দেহে মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের একজনের নাম স্বদেশ বড়ুয়া, অপরজনের নাম নিরঞ্জন বড়ুয়া। তবে তাদের তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায়নি।

মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৪-এর দক্ষিণ পাশ থেকে তাদের আটক করা হয়। দুজনেই বিওপি-বিজিবির হেফাজতে রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য দীল মো. ভুট্টো বলেন, সীমান্তের কাছে সন্দেহজনকভাবে অবস্থান করায় মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়েছে বলে শুনেছি। তবে তারা মুসলিম না রাখাইন বা কেন তাদের আটক করা হয়েছে তা জানা যায়নি।

ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, গুপ্তচর সন্দেহে তুমব্রু বিজিবি জোয়ানরা দুপুর ১২টার দিকে মিয়ানমারের দুই যুবককে আটক করেছে। তারা তুমব্রু সীমানা পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। তিনি বলেন, বিজিবি জোয়ানরা আটক দুজনকে তুমব্রু ক্যাম্পে নিয়ে গেছেন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ