26 C
আবহাওয়া
৫:০৯ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৪
Bnanews24.com
Home » ফেসবুক,হোয়াটস অ্যাপ ও ইনস্ট্রাগ্রাম অচল

ফেসবুক,হোয়াটস অ্যাপ ও ইনস্ট্রাগ্রাম অচল

ফেসবুকে-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপে নিষিদ্ধ তালেবান

বিএনএ, টেক ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সার্ভার ডাউন হয়েছে। এতে সারাবিশ্বে ফেসবুক অচল হয়ে পড়ে। সামাজিক যোগাযোগের জনপ্রিয়  মূল ৩টি অ্যাপ ফেসবুক, ফেসবুক মেসেনজার, হোয়াটস অ্যাপ ও ইনস্ট্রাগ্রামের মালিক ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশের স্থানীয় সময় সোমবার (৪ অক্টোবর) রাত পৌনে ১০টার পর এ সমস্যা দেখা দেয়।

অনেক ব্যবহারীরা ফেসবুকে ঢুকতে পারছেন না বলে জানিয়েছেন। ফেসবুকের সঙ্গে সঙ্গে ইনস্ট্রাগ্রাম, হোয়াটস অ্যাপেও সমস্যা হচ্ছে। যখনই ফেসবুকে ব্যবহারকারী ঢুকার চেষ্টা করছেন তখন ‘এরর’ মেসেজ দেখাচ্ছে।

FACEBOOK, INSTAGRAM AND WHATSAPP ALL GO DOWN

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ফেসবুকের পক্ষ হতে এক টুইটবার্তায় বলা হয়, আমরা জানতে পেরেছি কিছু মানুষ ফেসবুক অ্যাপে ঢুকতে পারছেন না। আমরা এ বিষয়ে কাজ করছি। আশা করি যথাসম্ভব দ্রুত আমরা ফিরতে পারব। এ বিঘ্নতার কারণে আমরা ক্ষমাপ্রার্থী।

এ প্রতিবেদন লেখার সময়ও ফেসবুক অচল ছিল বাংলাদেশে।

আরও পড়ুন : ফাঁস হলো বিশ্বের বহু নেতার গোপন তথ্য

ওয়াইফাই কর্মীরা ফোনে অতীষ্ট 

সোমবার(৪অক্টোবর) রাতে ফেসবুক অচল থাকায় ইন্টারনেট ও ওয়াইফাই ব্যবসায়ীরা বেশ বেকায় পড়েন। শত শত টেলিফোনের যন্ত্রনায় তাদের কর্মীরা অতীষ্ট  হয়ে পড়েন।রাজধানীর ভাটারা থানার দক্ষিণ কুড়িলের স্যাম অনলাইনের কর্মী এমডি অনিক জানায়, এক ঘণ্টার মধ্যে শতাধিক ফোন পেয়েছি। মানুষের প্রশ্নের জবাব দিতে দিতে কাহিল হয়ে গেছি।

বিএনএনিউজ/এইচ.এম,এসজিএন।

Loading


শিরোনাম বিএনএ