15 C
আবহাওয়া
৮:২৯ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » ১০ জনের বাংলাদেশ রুখে দিল ভারতকে

১০ জনের বাংলাদেশ রুখে দিল ভারতকে


বিএনএ, স্পোর্টস ডেস্ক : মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জামাল ভূঁইয়ারা। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রথম লিড পায় ভারত। খেলার ২৬ মিনিটে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী গোল করেন।

পিছিয়ে পড়ার পর বিশ্বনাথ ঘোষের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হলো বাংলাদেশ। সমতায় ফিরতে বার বার চেষ্টা চালায় বাংলাদেশ।

১০ জনের দল নিয়েও দারুণ লড়াই করেবাংলাদেশ। ম্যাচের ৭৪ মিনিটে দুর্দান্ত গোল করে দলকে সমতায় ফেরান ইয়াসিন।
সমতায় ফিরে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। তবে আর কোন গোলের দেখা পায় নি।

এর আগে শুক্রবার সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ০-১ গোলের জয় বাংলাদেশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ