15 C
আবহাওয়া
৮:৫৮ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » শেখ রাসেল স্কুল ফুটবল টুর্নামেন্ট বুধবার শুরু 

শেখ রাসেল স্কুল ফুটবল টুর্নামেন্ট বুধবার শুরু 


 

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে  বুধবার(৬ অক্টোবর) থেকে শেখ রাসেল স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে । চট্টগ্রাম ক্রীড়া সংস্থার আয়োজনে দামপাড়া পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো: রুহুল আমিন।সভাপতিত্ব করবেন সিএমপির পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

সোমবার (৪ অক্টোবর) এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে অংশগ্রহণকারী দলসমূহের জার্সি উন্মোচন ও প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। কনফারেন্সে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির চেয়ারম্যান ও উপ-পুলিশ কমিশনার (বন্দর) এস এম মেহেদী হাসান।

উদ্বোধনী ম্যাচে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল পাবলিক স্কুল মুখোমুখি হবে। পুরো টুর্নামেন্টে ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল এর জন্মদিনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা।

উল্লেখ্য , এ ফুটবল টুর্নামেন্টে ৮ টা গ্রুপে চট্টগ্রাম মহানগরীর ৩২ টি স্কুল অংশগ্রহণ করবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ