28 C
আবহাওয়া
১০:১২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৪, ২০২৫
Bnanews24.com
Home » মানিকগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সাতকানিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বিএনএ, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিঙ্গাইরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের পরশ উদ্দিনের ছেলে আবদুল মান্নান (২৩) ও হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার সেরজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।

সিঙ্গাইর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা সিংগাইর বাসষ্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত ও অপর দুইজন গুরুতর আহত হন। পরে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। আর নিহত দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ