30 C
আবহাওয়া
১:০৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » যাদের নিয়ে সাজতে পারে ভারত-পাকিস্তান

যাদের নিয়ে সাজতে পারে ভারত-পাকিস্তান


বিএনএ, ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে রোববার (৪ সেপ্টেম্বর) নামছে দুই হেভিওয়েট ভারত-পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফের একটি ‘ভারত-পাকিস্তান মহারণ’ দেখার ‘বিরল’ সুযোগ পেয়েছে ক্রিকেট বিশ্ব।

ক্রিকইনফো বলছে, ভারতের পেসার আভেস খান জ্বর আসায় ম্যাচটিতে খেলবেন না। তবে ফিরছেন হার্দিক পান্ডিয়া৷ আর ইনজুরি আক্রান্ত রবিন্দ্র জাদেজার জায়গায় আসতে পারেন অক্ষর প্যাটেল৷ তাছাড়া পাকিস্তানের বিপক্ষে দীনেশ কার্তিক খেলবেন নাকি ঋসভ পন্থ খেলবেন এ নিয়েও থাকবে প্রশ্ন৷

অন্যদিকে পাকিস্তান দলে বড় পরিবর্তনের আভাস নেই। পেসার মোহাম্মদ দাহানি ইনজুরিতে পরে ছিটকে গেছেন৷ তার জায়গায় হাসান আলী বা মোহাম্মদ হাসনাইন আসবেন৷

ভারতের একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সুরাইয়া কুমার যাদব,  ঋসভ পন্থ/ দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, আশদ্বীপ সিং, যুবেন্দ্র চাহাল।

পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, সাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, হাসান আলী/মোহাম্মদ হাসনাইন।

গ্রুপ পর্বের ম্যাচে ভারত জিতেছিল৷ তাও শেষ ওভারে গিয়ে৷

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ