26 C
আবহাওয়া
৫:০২ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » বগুড়ায় মোটরসাইকেলের ২ আরেহী নিহত

বগুড়ায় মোটরসাইকেলের ২ আরেহী নিহত

বগুড়ায় মোটরসাইকেলের ২ আরেহী নিহত

বিএনএ বগুড়া : বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বড়িয়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সারিয়াকান্দি উপজেলার বিবিরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে বিপ্লব (২০) ও মোস্তফার ছেলে আব্দুল মোমিন (২২)।

সংবাদ মাধ্যমকে এ তথ্যনিশ্চিত করেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা। তিনি জানান, বগুড়া থেকে বিপ্লব ও মোমিন মোটরসাইকেল করে যমুনা নদীর কুতুবপুর এলাকায় যাওয়ার জন্য রওনা হন। পথিমধ্যে ধুনট উপজেলার বড়িয়া সেতুর কাছে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।এতে ঘটনাস্থলেই  আরোহী বিপ্লবের মৃত্যু হয়। স্থানীয়রা আব্দুল মোমিনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান থানার ওসি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ