22 C
আবহাওয়া
১০:৩৮ অপরাহ্ণ - ডিসেম্বর ৩০, ২০২৪
Bnanews24.com
Home » কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে স্কুল শিক্ষ‌কের মৃত্যু

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে স্কুল শিক্ষ‌কের মৃত্যু

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে স্কুল শিক্ষ‌কের মৃত্যু

বিএনএ, কুড়িগ্রাম: কু‌ড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে আজম আলী (৫০) না‌মের এক‌ স্কুল শিক্ষ‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (৪ আগষ্ট) দুপু‌রে উপজেলার হা‌তিয়া ইউনিয়‌নের হাজির বাজার এলাকায় এ ঘটনা ঘ‌টে। তিনি চিলমারী উপ‌জেলার থানাহাট এ ইউ সরকা‌রি উচ্চ বিদ্যাল‌য়ের সহকারী শিক্ষক হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, আজম আলী শিক্ষকতার পাশাপা‌শি বিদ্যুৎতের কাজ কর‌তেন। আজ শুক্রবার স্কুল বন্ধ থাকায় বা‌ড়ি‌তে নি‌জের সি‌লিং ফ্যান মেরামত কর‌ছি‌লেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হ‌ন তি‌নি। প‌রে স্বজনরা তা‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেওয়ার প‌থেই তার মৃত্যু হয়।

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে এক‌টি অপমৃত্যু মামলা করা হ‌বে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ