25 C
আবহাওয়া
৭:২৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সাদা কাপড়ের রং উঠানোর সহজ উপায়

সাদা কাপড়ের রং উঠানোর সহজ উপায়

কাপড়

লাইফস্টাইল ডেস্ক: সাদা জামার সঙ্গে অন্য কোনো রঙের জামা ভিজিয়েছেন ধোয়ার জন্য। ব্যস সাদা জামায় লেগে গেল রং! অন্যদিকে অপেক্ষাকৃত হালকা রঙের জামায় গাঢ় রঙের জামার রংও লাগতে পারে আলাদা না ভেজানো হলে। জামা থেকে রং তোলা না গেলে সে জামাটাই চলে যায় বাতিলের খাতায়। তাই জেনে নিন ঘরোয়া কিছু পদ্ধতি, যা দিয়ে কাপড়ের রং লেগে গেলে তোলা যাবে সহজেই-

১. নরম ব্রিসলের কোনো টুথব্রাশে টুথপেস্ট লাগিয়ে নিন। রং লাগা জামার ওপর ঘষতে থাকুন। রং উঠে গেলে ধুয়ে নিন।

২. যদি সাদা জামায় রং লাগে তা হলে সেটা থেকে রং তোলার সবচেয়ে ভালো উপায় হলো নন ক্লোরিন ব্লিচ। সাদা পোশাক গরম পানিতে নন ক্লোরিন ব্লিচ দিয়ে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে শুকিয়ে নিন।

৩. এক বালতি ঠাণ্ডা পানিতে আধাকাপ ভিনেগারের সঙ্গে ১ চা-চামচ ডিটারজেন্ট মেশান। এই পানিতে ৩০ মিনিট জামা ভিজিয়ে রেখে তারপর ধুয়ে ফেলুন। রং তোলা সহজ হবে।

৪. লেবুর রস ও খাবার সোডা একসঙ্গে মিশিয়ে দাগের ওপর ঘষুণ। দাগ উঠে যাবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ