27 C
আবহাওয়া
৬:৪৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পানিতে ভাসছে চট্টগ্রাম নগরী (ফটো)

পানিতে ভাসছে চট্টগ্রাম নগরী (ফটো)


বিএনএ ডেস্ক, চট্টগ্রাম: টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ এলাকা ডুবে গেছে। বৃষ্টিতে রাস্তাঘাট ও বাড়িঘরসহ ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে।  শুক্রবার ভোরের বৃষ্টিতে সেটি আরও চরম আকার ধারণ করেছে। নগরের নিম্নাঞ্চলের সড়কগুলোর ওপর উঠে গেছে কোমর সমান পানি।

শুক্রবার সকালে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে ছবি তুলেছেন বাংলাদেশ নিউজ এজেন্সির (বিএনএনিউজ২৪) ফটো সাংবাদিক বাচ্চু বড়ুয়া। সামনের সড়ক থেকে বাড়ির উঠান ছাড়িয়ে হাঁটু সমান পানি ঢুকে গেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিমের বাসায়। জলাবদ্ধতায় আটকা পড়েছে মেয়রের ব্যবহৃত গাড়িটাও। ছবি: বিএনএনিউজ২৪

পানিতে থৈথৈ পানি উন্নয়ন বোর্ড। হাঁটু সমান পানি মাড়িয়ে সামনের সড়ক দিয়ে লোকজনকে চলাচল করতে দেখা যায়। নগরীর বহদ্দারহাট এলাকা। ছবি: বিএনএনিউজ২৪

কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমড় সমান পানি জমেছে নগরীর ঈদগাঁ  এলাকায়। পানিবন্দি হয়ে পড়েছে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। ব্যবসায়ীরা দোকান খুলতে পারছেন না। চট্টগ্রাম নগীর ঈদগাঁ এলাকা। ছবি: বিএনএনিউজ২৪

ফুটপাতের ওপর গড়ে ওঠা অস্থায়ী দোকানপাটও পানিতে নিমজ্জিত হয়েছে। পানির মধ্যে দাঁড়িয়েই অনেকে দোকান পরিচালনা করছেন। ছবি: বিএনএনিউজ২৪

চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। উদ্ধারকারীরা রাস্তায় যানচলাচল উপযোগী করতে কাজ করছেন। ছবি: বিএনএনিউজ২৪

Loading


শিরোনাম বিএনএ