25 C
আবহাওয়া
১২:২৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

বিএনএ ডেস্ক: শুক্রবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এই টুর্নামেন্টে দুই দলের এটি দ্বিতীয় সাক্ষাৎ। লিগপর্বে দুই দলের লড়াইয়ে বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে।

শুক্রবার (৫ আগস্ট) ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত মহারণ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

ফাইনালের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক তানভীর হোসেন বলেছেন, সবার দোয়া ছিল বলেই আমরা ফাইনালে উঠতে পেরেছি। সবার দোয়ায় চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চাই।

এই টুর্নামেন্টে বাংলাদেশই একমাত্র দল যারা অপরাজিত থেকে ফাইনাল খেলছে। যে কারণে ট্রফিটা উঁচিয়ে ধরতে বাংলাদেশি যুবারাই বেশি দাবিদার। লিগপর্বে তিনটি ম্যাচই বাংলাদেশ অসাধারণ খেলা উপহার দিয়েছে।

প্রথম ম্যাচে শ্রীলংকাকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল যুবারা। পরের ম্যাচে ভারতকে হারিয়েছিল ২-১ গোলে। মালদ্বীপকে ৪-১ গোলে হারানোর পর শেষ ম্যাচে বাংলাদেশ ১-১ গোলে ড্র করে নেপালের বিপক্ষে।

বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা ভারত পরের তিন ম্যাচই জিতেছে। শ্রীলংকাকে ৪-০ ও নেপালকে ৮-০ গোলে হারানোর পর শেষ ম্যাচে স্বাগতিকরা ১-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ