বিএনএ, বিনোদন ডেস্ক : ‘পরাণ’ ছবিটি দেখতে সিনেমাহলে এসেছিলেন সামান আলী। কিন্তু লুঙ্গি পরিহিত থাকায় তাকে টিকেট দেয়া হয়নি। বিষয়টি খেয়াল করে অন্য একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন। আর ওই পোস্ট অল্প সময়েই ভাইরাল হয়।
বুধবার রাতে ঢাকার সনি স্কয়ার সিনেমা হলে ঘটনাটির কথা জানতে পেরে অনেকে দু:খ প্রকাশ করেন। ছবির নায়ক নায়িকা পরিচালক খোঁজতে থাকেন লুঙ্গি পড়া সে লোককে। অবশেষে খোঁজ মেলে সে লোকের।
বৃহস্পতিবার রাতের শেষ শো’তে সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে সামান আলী সরকারের সঙ্গে ‘পরাণ’ দেখেন মিম ও শরিফুল রাজ।
মিম তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, সামান আলী সরকারের সঙ্গে ‘পরাণ’ সিনেমা দেখে ভীষণ ভালো লেগেছে। আমার জীবনে এমন অভিজ্ঞতা কমই হয়েছে।
মিম আরও বলেন, পরাণ সিনেমা দেখে ভীষণ খুশি হয়েছেন সামান আলী সরকার। তিনি আমাকে বলেছেন, তার একটি মেয়ে, এখন থেকে আমিও তার মেয়ে। দুই মেয়ে হলো তার। এখন থেকে মেয়ের সব সিনেমা হলে গিয়ে দেখবেন।
ঢাকায় ছেলের বাসায় বেড়াতে এসেছেন সামান আলী সরকার। ছেলের বাসা মিরপুর থেকে বেড়াতে বের হয়ে একা একা পরাণ সিনেমা দেখার জন্য হলে গিয়েছিলেন গতকাল বুধবার। কিন্তু পরনে লুঙ্গি থাকায় তার কাছে টিকিট বিক্রি করা হয়নি। সিনেমা না দেখেই ফিরতে হয় তাকে।
বিএনএনিউজ/এইচ.এম।