29 C
আবহাওয়া
৭:১৬ অপরাহ্ণ - জুলাই ১৭, ২০২৫
Bnanews24.com
Home » কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ


বিএনএ/কুবি: ২০১৮ সালে কোটা বাতিল করে দেওয়া প্রজ্ঞাপন হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণার প্রতিবাদে ও প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবোধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৪জুলাই) ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সাড়ে বারোটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এসে সড়ক অবরোধ করেন।

এসময় তারা ‘লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই, আমার সোনার বাংলায় বৈষ্যমের ঠাই নাই, লেগেছেরে লেগেছে রক্তে আগুন লেগেছে’ বলে স্লোগান দিতে থাকে।

প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে।

এই বিষয়ে শিক্ষার্থীরা বলেন, ‘২০১৮ সালের যে পরিপত্র সেটার বাস্তবায়ন আমরা চাই। সরকারি চাকরিতে এই বৈষম্য দূর করতে হবে এবং মেধার ভিত্তিতে নিয়োগ চাই।”

বিএনএ/আদনান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ