14 C
আবহাওয়া
৬:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » রাউজানে ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

রাউজানে ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

এবিএম ফজলে রাব্বী চৌধুরীর

বিএনএ, রাউজান (চট্টগ্রাম) :  রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর মেঝভাই উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবিএম ফজলে রাব্বী চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বি‌ভিন্ন কর্মসূ‌চি পালিত হয়েছে। শনিবার ( ৪ জুন ) রাউজানের গহিরা বক্সে আলী চৌধুরী জামে মসজিদে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন রাউজানের সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল, মরহুমের ছোট ভাই ব্যবসায়ী এবি এম ফজলে শহীদ চৌধুরী, মাহতাব রহিম চৌধুরী ( মঞ্জু), ভাগিনা ড. মাশফিক আহমেদ চৌধুরী, ভাইপো ব্যারিস্টার সানজিদ রশিদ চৌধুরী, তরুণ আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস লোকমান হাকিম, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২’র জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ।

এবিএম ফজলে রাব্বী চৌধুরীর

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুন, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, নুরুল আবছার বাশি. বিএম জসিম উদ্দিন হিরু,তসলিম উদ্দিন চৌধুরী, আব্বাস উদ্দিন আহম্মদ, সৈয়দ আবদুল জব্বার সোহেল, বাবুল মিয়া, রোকন উদ্দিন, রাউজান কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, পৌর কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খান, শওকত হাসান চৌধুরী, জানে আলম জনি, আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাসের, হাসান মোহাম্মদ রাসেল, আবু সালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সখাওয়াত হোসেন পিবলূ।

খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন রাউজান সরকারী কলেজ জামে মসজিদের খতিব আল্লামা বোরহান উদ্দিন কাদেরী। মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ ও কবর জেয়ারত করেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্বা সংসদ, রাউজান প্রেস ক্লাব, গহিরা কলেজ, রাউজান সরকারী কলেজ, রাউজান পৌরসভা, রাউজান কেন্দ্রীয় সমবায় সমিতি, রাউজান উপজেলা আওয়ামী লীগ, রাউজান পৌরসভা আওয়ামী লীগ, রাউজান উপজেলা যুবলীগ, রাউজান পৌরসভা যুবলীগ ও রাউজান উপজেলা ছাত্রলীগ।

এবিএম ফজলে রাব্বী চৌধুরীর

এছাড়া রাউজান পৌরসভা ছাত্রলীগ, চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতি, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদ, রাউজান জলিল নগর ব্যবসায়ী সমিতি, সেন্ট্রাল বয়েজ অব রাউজান, গহিরা উচ্চ বিদ্যালয়, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগ, চিকদাইর ইউনিয়ন আওয়ামী লীগ, গহিরা ইউনিয়ন আওয়ামী লীগ, নোয়াজিশপুর ইউনিয়ন আওয়ামী লীগ, বিনাজুরী ইউনিয়ন আওয়ামী লীগ, রাউজান ইউনিয়ন, কদলপুর ইউনিয়ন, পাহাড়তলী ইউনিয়ন, বাগোয়ান ইউনিয়ন, পুর্ব গুজরা ইউনিয়ন, পশ্চিম গুজরা ইউনয়ন, নোয়াপাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পক্ষ থেকে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ ও কবর জেয়ারত করা হয়।

আগের দিন  শুক্রবার ( ৩ জুন ) বিকালে রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মরহুমের স্মরণে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

বিএনএনিউজ২৪.কম/শফিউল আলম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ