ইথিওপিয়া (৪ জুন) : ইথিওপিয়ায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম ইথিওপিয়ার রাষ্ট্রপতি সাহলে ওয়ার্ক জেভেদের নিকট পরিচয়পত্র পেশ করেছেন। পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রদূত ইথিওপিয়ার সরকার ও জনগনের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা পৌছে দেন। তিনি ইথিওপিয়া এবং বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে বর্তমান সরকারের আর্থ-সামাজিক উন্নয়ন, মুজিব শতবর্ষ উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
ইথিওপিয়ার রাষ্ট্রপতি বর্তমান সরকারের সার্বিক আর্থ-সামাজিক উন্নতির প্রশংসা করেন এবং অর্থনীতি ও সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে ইথিওপিয়া শিক্ষা নিতে পারে বলে অভিমত প্রকাশ করেন। তিনি বাংলাদেশী উদ্যোক্তাদের ইথিওপিয়ার বিশেষায়িত অঞ্চলসমূহের বিশেষ সুবিধার সুযোগ নিয়ে বিনিয়োগের আহবান জানান। তথ্যবিবরণী
বিএনএনিউজ২৪,এসজিএন