25 C
আবহাওয়া
৪:৫০ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ধান উড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

ধান উড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাজেদা খাতুন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ মে) দুপুরে উপজেলার চর পূবাইল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সাজেদা খাতুন ওই গ্রামের হুমায়ুন কবিরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে বাড়ির উঠোনে বৈদ্যুতিক পাখার সাহায্যে ধান উড়ানোর কাজ করছিলো সাজেদা খাতুন। হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুতের তারে পা লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজেদা খাতুন গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজেদা খাতুনকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, ফ্যানের বাতাসে ধান উড়ানোর সময় বিদ্যুতায়িত হয়ে ওই নারী মারা যান। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ হামিমুর রহমান হামিম/ বিএম/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ