22 C
আবহাওয়া
৬:২৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » ববিতে স্নাতক শ্রেণিতে ভর্তির শর্তাবলী প্রকাশ

ববিতে স্নাতক শ্রেণিতে ভর্তির শর্তাবলী প্রকাশ

ববিতে স্নাতক শ্রেণিতে ভর্তির শর্তাবলী প্রকাশ

বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির শর্তাবলী প্রকাশ করা হয়েছে। বুধবার (৩ মে) মূল ভর্তি কমিটির (২০২২-২৩ শিক্ষাবর্ষ) সদস্য সচিব ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুপ্রভাত হালদার কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে A ইউনিটভুক্ত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তির শর্তসমূহ
গণিত বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উচ্চতর গণিত থাকতে হবে এবং GST ভর্তি পরীক্ষায় গণিতে ০৬ নম্বর পেতে হবে। রসায়ন বিভাগে ভর্তির জন্য GST ভর্তি পরীক্ষায় রসায়নে ০৭ নম্বর থাকতে হবে। পদার্থবিজ্ঞান ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে ভর্তির জন্য GST ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে ০৭ নম্বর পেতে হবে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য GST ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানে ০৭ এবং গণিতে ০৬ নম্বর পেতে হবে। এবং পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উচ্চতর গণিত থাকতে হবে।

A ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তির শর্তসমূহ
উদ্ভিদবিজ্ঞান ও বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় জীববিজ্ঞান থাকতে হবে এবং GST ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে ০৭ নম্বর পেতে হবে। সয়েল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগে ভর্তির জন্য GST ভর্তি পরীক্ষায় রসায়নে ০৭ নম্বর পেতে হবে। এবং কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগে ভর্তির জন্য GST ভর্তি পরীক্ষায় গণিত অথবা পদার্থবিজ্ঞানে ০৭ নম্বর পেতে হবে।

এছাড়াও B ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে গণিত ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় শিক্ষার্থীর উচ্চতর গণিত বিষয় থাকতে হবে।

B ইউনিটভুক্ত কলা ও মানবিক অনুষদের বাংলা বিভাগে ভর্তির জন্য GST ভর্তি পরীক্ষায় বাংলায় ১০ নম্বর এবং ইংরেজি বিভাগে ভর্তির জন্য ইংরেজিতে ১৪ নম্বর পেতে হবে। এছাড়া B ইউনিটভুক্ত সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় শিক্ষার্থীর উচ্চতর গণিত/পরিসংখ্যান/অর্থনীতি থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে জানা যায়, A ও C ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে B ইউনিটভুক্ত বিভাগসমূহে আবেদন করা যাবে। এক্ষেত্রে, A ও C ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে অর্থনীতি বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় শিক্ষার্থীর উচ্চতর গণিত/পরিসংখ্যান/অর্থনীতি থাকতে হবে।

A ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলায় ন্যূনতম ০৭ পেতে হবে। C ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলায় ন্যূনতম ০৪ পেতে হবে।

A ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম ১০ পেতে হবে। C ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম ০৫ পেতে হবে।

যে সকল পরীক্ষার্থী A ইউনিট এর ভর্তি পরীক্ষায় বাংলা/ইংরেজি বিষয় অংশগ্রহণ করবে না, তাদের শাখা পরিবর্তনের মাধ্যমে বাংলা/ইংরেজি বিভাগ পেতে হলে উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম A গ্রেড পেতে হবে।

এছাড়াও A ও B ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে C ইউনিটভুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে A ও B ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে C ইউনিটভুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় শিক্ষার্থীর উচ্চতর গণিত/পরিসংখ্যান/অর্থনীতি থাকতে হবে।

উপরোক্ত শর্তাবলীতে যে কোন পরিবর্তন, সংশোধন, সংযোজন ও পুনঃসংযোজনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ভর্তির মোট আসনের অতিরিক্ত ৫% কোটার [মুক্তিযোদ্ধা, উপজাতি, প্রতিবন্ধী, হরিজন ও দলিত সম্প্রদায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পোষ্যদের (সন্তান/স্বামী/স্ত্রী)] জন্য বরাদ্দ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bu.ac.bd) থেকে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

বিএনএনিউজ/রবিউল ইসলাম,বিএম

Loading


শিরোনাম বিএনএ