25 C
আবহাওয়া
১:০১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান

ভক্তদের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান

শাহরুখ

বিএনএ বিনোদন ডেস্ক: প্রতি বছর ঈদের দিন ভক্তদের সঙ্গে দেখা করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার বাড়ি মান্নাতের সামনে হাজির হন ভক্তরা। তাদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন বলিউডের কিং খান। এতেই যেন দ্বিগুণ হয়ে যায় ভক্তদের ঈদের আনন্দ।

এ বছরও ভক্তরা এসেছেন। মঙ্গলবার (৩ এপ্রিল) সকাল থেকেই মান্নাতের সামনে জমতে শুরু করে ভক্তদের ভিড়। প্রিয় তারকাকে একবার দেখবেন, তাহলেই মনে শান্তি- শুধুমাত্র এই আশা নিয়েই ঈদের দিন মান্নাতের সামনে ভিড় জমিয়েছেন শাহরুখ খান ভক্তরা।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ভক্তদের হতাশ করেননি কিং খান। ভক্তদের ডাক কানে পৌঁছেছিল বাদশার, বিকেলের দিকে মান্নাতের ব্যালকনিতে আসেন শাহরুখ। পরনে ব্লু ডেনিম আর নীল টি-শার্ট, চোখে রোদচশমা। ভক্তদের উদ্দেশে হাত নেড়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বলিউড বাদশাহ। পাশাপাশি দুই হাত খুলে আইকনিক এসআরকে পোজ দিতেও দেখা গেছে তাকে।

বর্তমানে ‘পাঠান’ এবং ‘ডানকি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। আগামী বছরের জানুয়ারি মাসে মুক্তি পাবে ‘পাঠান’।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ