স্বাস্থ্যবিধি মানার গরজ নেই কারো মে ৪, ২০২১ লকডাউনে খুলে দেয়া শপিং সেন্টারগুলোতে চলছে জমাজমাট ঈদ বিকিকিনি।কিন্তু বরাবরই অসচেতন নগরবাসী। স্বাস্থ্যবিধি মানার গরজ নেই কারো। ছবিগুলো চট্টগ্রাম নগরীর টেরীবাজার এলাকা থেকে তুলেছেন আলোকচিত্রী সাইদুল আজাদ –বিএনএ