18 C
আবহাওয়া
৯:৩৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনেই থাকতে হবে সাকিব-মোস্তাফিজকে

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনেই থাকতে হবে সাকিব-মোস্তাফিজকে

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনেই থাকতে হবে সাকিব-মোস্তাফিজকে

বিএনএ, স্পোর্টস ডেস্ক : করোনার প্রকোপে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ভারতের আইপিএল। ভারতে আইপিএলে খেলছে বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেট সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ভারত থেকে দেশে ফেরার পর তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনেই থাকতে হবে।কোয়ারেন্টিন শিথিল চেয়ে তাদের আবেদন নাকচ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানান, ‘কোয়ারেন্টিন মুক্তি চেয়ে তাদের পক্ষ থেকে  আবেদন  করা হয়েছিল। আমরা বলেছি যে না, এটা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১৪ দিন থাকতে হবে।’

মঙ্গলবার বিকেল চারটায় শ্রীলঙ্কা থেকে টেস্ট সিরিজ খেলে ভাড়া করা বিমানে দেশে ফেরে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা থেকে ফেরায় তাদের যেতে হচ্ছে না প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। তারা কোয়ারেন্টিনে থাকবেন নিজ নিজ বাসায়।

তবে ভারতের করোনা পরিস্থিতি অনেক খারাপ হওয়ায় সেদেশের ক্ষেত্রে কোন ছাড় দিবে না স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারত থেকে আসা সবাইকেই বাধ্যতামূলকভাবে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার