বিএনএ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ার ট্যাংক লরি ও সিএনজির সংঘর্ষে সিএনজি চালকসহ দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত চার যাত্রী। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকাল পৌণে ৪ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া আলোকদিয়া গ্রামের সিএনজি চালক শরিফুল ইসলাম (৩৫) ও একই উপজেলার ডুবডাঙ্গা গ্রামের আব্দুল মমিন (৩৫)।
স্থানীয়রা জানায়, সিএনজিটি পূর্বদেলুয়া সেতুর উপর ওঠার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংক লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধারের স্থানীয় হাসপাতালে পাঠান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, চালক শরিফুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত যাত্রীর মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত ট্যাংক লরি ও সিএনজি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।