28 C
আবহাওয়া
১:৫৭ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ফিলিপাইনে বন্দুক হামলা, গভর্নরসহ নিহত ৬

ফিলিপাইনে বন্দুক হামলা, গভর্নরসহ নিহত ৬

ফিলিপাইনে বন্দুক হামলা, গভর্নরসহ নিহত ৬

বিএনএ,বিশ্বডেস্ক : ফিলিপাইনের পামপ্লোনা শহরের গভর্নর রোয়েল দেগামোরের বাড়িতে শনিবার বন্দুকধারীদের হামলায় গভর্নরসহ আরও পাঁচজন নিহত হয়েছে। অ্যাসল্ট রাইফেল নিয়ে সজ্জিত এবং সামরিক-শৈলীর ছদ্মবেশ এবং বুলেট-প্রুফ ভেস্ট পরা কমপক্ষে ছয়জন লোক তিনটি এসইউভি থেকে নেমে নেগ্রোস ওরিয়েন্টাল গভর্নর রোয়েল দেগামোর ওপর গুলি চালায়। গভর্নর ছাড়াও আরও অন্তত পাঁচজনকে গুলি করা হয়েছে।

এপির প্রতিবেদনে বলা হয়, হামলার পূর্বে নিজের বাড়ির সামনে গ্রামবাসীদের সঙ্গে সমাবেশ করছিলেন দেগামোর। দেশটির স্থানীয় রাজনীতিবিদদের ওপর এই হামলাকে ‘নির্লজ্জ’ বলে আখ্যা দিয়েছে পুলিশ।

নিহত গভর্নরের স্ত্রী পামপ্লোনার মেয়র জেনিস দেগামো ফেসবুক ভিডিওতে বলেছেন, পাঁচ গ্রামবাসীও মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, মোট ১০ জন সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা গেছে এবং পরে এসইউভিগুলি পরিত্যাগ করেছে। পুলিশ নিরাপত্তা চেকপয়েন্ট স্থাপন করেছে এবং সন্দেহভাজনদের জন্য একটি প্রদেশব্যাপী তল্লাশি শুরু করেছে।

রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এই হামলার নিন্দা করেছেন। মার্কোস এক বিবৃতিতে বলেছেন, ‘এই জঘন্য অপরাধের অপরাধীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত আমার সরকার বিশ্রাম নেবে না।’

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ