26.5 C
আবহাওয়া
৭:৪৬ অপরাহ্ণ - মে ১৫, ২০২৫
Bnanews24.com
Home » বিয়েবাড়িতে গোশত কম দেওয়ায় সংঘর্ষ, বরের বাবা নিহত

বিয়েবাড়িতে গোশত কম দেওয়ায় সংঘর্ষ, বরের বাবা নিহত

বিয়েবাড়িতে গোশত কম দেওয়ায় সংঘর্ষ, বরের বাবা নিহত

বিএনএ ডেস্ক: নীলফামারীর জলঢাকার বগুলাগাড়িতে বিয়েবাড়িতে গোশত কম দেয়া নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বরের বাবা নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) রাতে উপজেলার বগুলাগাড়ি এরশাদের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কনের বাবা ও স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ।

নিহত নুরু মিয়া রংপুর নগরীর হাজিরহাট উত্তম বাওয়াই পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শুক্রবার (৩ মার্চ) রাতে পারিবারিকভাবে জান্নাতুল আক্তারের সাথে জনাব আলীর বিয়ে সম্পন্ন হয়। পরে কনে নিয়ে চলে যান বর জনাব আলী। এদিকে, বিয়েতে কনের বাড়িতে ১০০ জন অতিথি যাওয়ার কথা থাকলেও অতিথি যায় প্রায় ২৫০ জন। এ জন্য খাওয়ার সময় গোশত কম পাওয়ায় তাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়।

এ সময় কনেপক্ষের লোকজনের মারধরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বরের বাবা নুর মোহাম্মদ। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে অভিযোগ পেলে মামলা রুজু করা হবে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

বিএনএ/ বিএম, ওজি

Loading


শিরোনাম বিএনএ