37 C
আবহাওয়া
৪:১৭ অপরাহ্ণ - মে ৯, ২০২৫
Bnanews24.com
Home » গুলশানে এসি বিস্ফোরণে দুই যুবক দগ্ধ

গুলশানে এসি বিস্ফোরণে দুই যুবক দগ্ধ

শেখ হাসিনা জাতীয় বার্ন

বিএনএ, ঢাকা: রাজধানীর গুলশানের নিকেতন সোসাইটি এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণ হয়ে দুই যুবক দগ্ধ হয়েছেন। শনিবার (৪ মার্চ) সকালে নিকেতনের ৬ নম্বর রোডের ২১ নম্বর বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- গোপাল মল্লিক (২৯) ও মিজানুর রহমান মিজান (২০)। গাজীপুরের শ্রীপুর এলাকায় বাড়ি গোপাল মল্লিকের। তার বাবার নাম দ্বিজেন মল্লিক। বাবা জানান, জানান, গোপাল নিকেতন এলাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন।

ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধ দুই যুবককে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের ধারনা বৈদ্যুতিক শর্টসার্কেট থেকে এসি বিস্ফোরণের ঘটতে পারে।

এ বিষয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, নিকেতন থেকে এসি বিস্ফোরণে দগ্ধ অবস্থায় দুইজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছেন। দগ্ধদের মধ্যে গোপাল মল্লিকের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। মিজানুর রহমান মিজানের অবস্থা মোটামোটি ভাল।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ