20 C
আবহাওয়া
১০:৫২ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০

পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ, নিহত ৩০


বিএনএ বিশ্বডেস্ক : পাকিস্তানের একটি শিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণে মারা গেছে  অন্তত ৩০ জন । আহত হয়েছেন আরও ৮০ জন। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৪ মার্চ) পেশোয়ারের কোচা রিসালদারে এ ঘটনা ঘটেছে।

ডনের খবরে বলা হয়,  হামলায় এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। দুই হামলাকারী শহরের কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টাকালে এর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালায়। এতে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হন। পাল্টা হামলায় একজন হামলাকারীও নিহত। অপর আত্মঘাতি মসজিদের ভেতরে গিয়ে বিস্ফোরণ ঘটায়।

জিও নিউজ জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় মসজিদটিতে আত্মাঘাতী হামলা চালানো হয়। পুলিশ ও নিরাপত্তা সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ