20 C
আবহাওয়া
১০:৫২ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » গলায় ফাঁস দিয়ে এরশাদ শিকদারের মেয়ের আত্মহত্যা

গলায় ফাঁস দিয়ে এরশাদ শিকদারের মেয়ের আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ, ঢাকা : রাজধানীর গুলশান শাহজাদপুরে সুবাস্তু টাওয়ারে জান্নাতুল নওরীন এশা (২২) নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তার পরিবার দাবি করেছেন। পুলিশ বলছে, এশা খুলনার সেই কুখ্যাত খুনি এরশাদ শিকদারের মেয়ে।

শুক্রবার (৪ মার্চ) ভোর সাড়ে ৪টায় এক নম্বর সুবাস্ত টাওয়ারের ৯ তলার একটি ফ্ল্যাট থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গুলশান থানার (ইন্সপেক্টর তদন্ত) আমিনুল ইসলাম জানান, এশা খুলনার সেই কুখ্যাত খুনি ফাঁসির রায় কার্যকর হওয়া এরশাদ শিকদারের মেয়ে বলে আমরা জানতে পেরেছি।তার মায়ের নাম শোভা। তিনি এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

তিনি আরও জানান, পরিবারের লোকজনের কাছ থেকে জানা যায়, রাতে কোনো এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজহাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত এশার ফুফাতো ভাই রুশো জানান, এশা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। গুলশান শাহজাদপুর সুবাস্তু টাওয়ারে সৎমা সানজিদা নাহারের সঙ্গে থাকতেন। প্লাবন ঘোষ নামে এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের দুইজনের ঝগড়া হয়। রাতে মায়ের সঙ্গে খাবার খেয়ে তিনি নিজের রুমে ঘুমাতে যান। ভোরে এশার মা তাকে অনেক ডাকাডাকি করেন। কিন্তু তিনি দরজা খুলছিলেন না। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে দেখতে পায় এশা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছেন। এ সময় তার দুই হাত ধারাল ব্লেড দিয়ে কাটা ছিল। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে কি কারণে এ ঘটনাটি ঘটালো তা এখনো সঠিক ভাবে জানা যায়নি।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ