19 C
আবহাওয়া
৩:৩৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সিএসই ৫০ সূচক থেকে বাদ পড়লো ৩ কোম্পানি

সিএসই ৫০ সূচক থেকে বাদ পড়লো ৩ কোম্পানি

সিএসই ৫০ সূচক থেকে বাদ পড়লো ৩ কোম্পানি

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ৫০ সূচক সমন্বয় করা হয়েছে। এতে নতুন তিন কোম্পানি যোগ হলেও দুর্বল পারফরমেন্সের কারণে আগের তালিকা থেকে তিনটিকে বাদ দেওয়া হয়েছে।

বাদ পড়া তিন কোম্পানিগুলো হচ্ছে- আরএকে সিরামিকস, ডরিন পাওয়ার ও শাহজালাল ইসলামী ব্যাংক।

বৃহস্পতিবার (৪ মার্চ) সিএসই থেকে এ তথ্য জানা যায়। সমন্বয় করা সিএসই ৫০ সূচক আগামী ২১ মার্চ থেকে কার্যকর করা হবে বলেও জানানো হয়।

সিএসই ৫০ সূচকে তালিকাভুক্ত কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই), আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ব্যাংক এশিয়া, বারাকাহ পাওয়ার, বিবিএস ক্যাবলস, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক; ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকো, বিএসআরএম স্টিলস, কনফিডেন্স সিমেন্ট, ঢাকা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, জিপিএইচ ইস্পাত, গ্রামীণফোন, ইফাদ অটোস, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, যমুনা অয়েল, খুলনা পাওয়ার, লাফার্জ হোলসিম, লংকাবাংলা ফাইন্যান্স, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, এমজেএল বাংলাদেশ, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওয়ান ব্যাংক, ওরিয়ন ফার্মা, পদ্মা ওয়েল; শাহজিবাজার পাওয়ার, সিঙ্গার বাংলাদেশ, সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, স্ট্যান্ডার্ড ব্যাংক, সামিট পাওয়ার, একমি ল্যাবরেটরিজ, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, তিতাস গ্যাস, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউনাইটেড পাওয়ার ও উত্তরা ব্যাংক লিমিটেড। এর মধ্যে নতুন অন্তর্ভুক্ত হয়েছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ ও ব্যাংক এশিয়া লিমিটেড।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ