বিএনএ,ফেনী: ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, বিএনএনিউজ২৪ডটকমের সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মজুমদারের পক্ষ থেকে ছাগলনাইয়ায় প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি সামগ্রী (পানির পাম্প) বিতরণ করা হয়েছে।
সুলতান আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (৩ জানুয়ারী) সকালে উপজেলার মহামায়া ইউনিয়নের রৌশন ফকির দরগাহ মাদ্রাসায় এ সব কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়।
রৌশন ফকির দরগাহ মাদ্রাসার সুপার মাওলানা মনজুরুল মাওলা সরদারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.নাছির উদ্দিন পাটোয়ারী,উত্তর যশপুর ৬ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমেদ হোসেন জানু,দারোগারহাট ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আলমগীর ফরায়েজি,জাকির হোসেন ও মোঃ হানিফ প্রমূখ।
এর আগে মিজানুর রহমান মজুমদার কৃষি বিপ্লব ঘটাতে প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি সরঞ্জাম ও বীজ বিতরণ করেন। কৃষকদের উদ্বুদ্ধ করতে মহামায়া ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মধ্যে ৫টি শ্যালো মেশিন, ১০টি কীটনাশক স্প্রে মেশিন ও ৩৫০জন কে এক কেজি করে সরিষা বীজ প্রদান করা হয়।
বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি