17 C
আবহাওয়া
১১:৪৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৯০টি নমুনা পরীক্ষায় ৫ শত ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ৩৪৪ জন ও উপজেলায় ১৯৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ১১১ জন।আক্রান্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ। তবে, এসময় করোনায় কারও মৃত্যু হয়নি। শুক্রবার ( ৩ ফেব্রুয়ারি ) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিআইটিআইডিতে ৫৪২ জনের নমুনা পরীক্ষায় ১৭৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৫৫ জনের নমুনা পরীক্ষায় ৮৯ জন, এন্টিজেন টেস্ট ২৪২ জনের নমুনা পরীক্ষায় ১৩১ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৩৪৪ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন, শেভরনে ৫৬৪ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৯৪ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২৭৪ জনের নমুনা পরীক্ষায় ১৪ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭৩ নমুনা পরীক্ষায় ১০ জন, এপিক হেলথ কেয়ারে ১৭৪ নমুনা পরীক্ষায় ৫৪ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৩২৮ নমুনা পরীক্ষায় ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

ওইদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ,  আরটিআরএল, ল্যাব এইড, মেট্রোপলিটন হাসপাতাল, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার মেডিকেল কলেজে নমুনা পরীক্ষা হয়নি।

উপজেলায় আক্রান্ত ১৯৫ জনের মধ্যে মিরসরাইয়ে ৩১, ফটিকছড়িতে ২৯ জন, হাটহাজারীতে ২১জন, সাতকানিয়ায় ১৯ জন, রাউজানে ১৭ জন, বোয়ালখালীতে ১৪ জন, পটিয়ায় ১১ জন, সীতাকুণ্ডে ৯ জন, লোহাগাড়ায় ৭ জন,  সন্দ্বীপে ৫ জন এবং বাঁশখালী, আনোয়ারা, চন্দনাইশ ও রাঙ্গুনিয়ায় ৮ জন করে করোনায় আক্রান্ত হয়েছে। এদিন কর্ণফুলী উপজেলায় কেউ করোনায় আক্রান্ত হয়নি।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৩ হাজার ১৯০ জনের নমুুুুনা পরীক্ষায় ৫৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ১১১ জন। যাদের মধ্যে নগরে ৮৮ হাজার ৯৪৫ জন এবং উপজেলায় ৩৩ হাজার ১১৬ জন। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১ হাজার ৩৫৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৫ জন।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ