25 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » পেপারফ্লাইয়ের ৮৬ লাখ ৫১ হাজার টাকার ভ্যাট ফাঁকি

পেপারফ্লাইয়ের ৮৬ লাখ ৫১ হাজার টাকার ভ্যাট ফাঁকি

পেপারফ্লাইয়ের ৮৬ লাখ ৫১ হাজার টাকার ভ্যাট ফাঁকি

বিএনএ, ঢাকা : অনলাইন কুরিয়ার প্রতিষ্ঠান পেপারফ্লাইয়ে অভিযান চালিয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। ভ্যাট ফাঁকির অভিযোগে বুধবার রাজধানীর বনানীর ১ নম্বর সড়কের ৫২ নম্বর বাড়িতে অবস্থিত প্রতিষ্ঠানের হেড অফিসে অভিযানটি চালায় ভ্যাট গোয়েন্দা। অভিযানকালে ভ্যাট ফাঁকির বিপুল অনিয়ম পেয়েছেন বলে জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ সংস্থার কর্মকর্তারা।

ভ্যাট গোয়েন্দারা বলছেন, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থার সহকারী পরিচালক মুহম্মাদ মহি উদ্দীনের নেতৃত্ব অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের বাণিজ্যিক দলিলাদি জব্দ করা হয়েছে।

অভিযানকালে প্রাথমিকভাবে দেখা যায়, গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে প্রতিষ্ঠানটি পণ্য ডেলিভারি দিয়ে ৫ কোটি ৭৭ লাখ টাকার উপর প্রযোজ্য ভ্যাট জমা দেয়নি। পেপারফ্লাই রাজধানীর গুলশান সার্কেলে অনলাইন কুরিয়ার সার্ভিস হিসেবে নিবন্ধন গ্রহণ করে। এর ভ্যাট নিবন্ধন ০০০০৫৮৮১৫-০১০১। সারাদেশে পেপারফ্লাইয়ের ৮৭টি ডেলিভারি সেন্টার রয়েছে।

অনলাইন নিবন্ধন অনুযায়ী, পেপারফ্লাই অনলাইন শপিং প্লাটফর্ম দারাজসহ অন্যন্য মাধ্যম থেকে পণ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে সরবরাহ করে। এই ডেলিভারি চার্জের উপর ১৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য।

ভ্যাট গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, অভিযানকালে কর্মকর্তারা আরও দেখতে পেয়েছেন, ওই দুই মাসে সংগৃহীত ভ্যাট পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে জমা দেয়ার বাধ্যবাধকতা থাকলেও তারা সেটি করেনি। ভ্যাট আইনের ধারা ৩৩ অনুযায়ী পণ্য বা সেবা সরবরাহের সময়ই এই ভ্যাট পরিশোধ করার বিধান রয়েছে।

অনুসন্ধানে ভ্যাট গোয়েন্দা দেখতে পেয়েছে, গোপনকৃত ৫ কোটি ৭৭ লাখ টাকার উপর ১৫ শতাংশ হারে ৮৬ লাখ ৫১ হাজার টাকা ফাঁকি হয়েছে। যা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরিশোধ করেনি। এই অনিয়মের কারণে পেপারফ্লাইয়ের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর কর্তৃপক্ষ।

বিএনএনিউজ/এসকেকে/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ