19 C
আবহাওয়া
২:৪৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » দক্ষিণ চট্টগ্রামের ৩ উপজেলায় ইউ পি নির্বাচন বুধবার

দক্ষিণ চট্টগ্রামের ৩ উপজেলায় ইউ পি নির্বাচন বুধবার

ইউপি নির্বাচন

দক্ষিণ চট্টগ্রামের ৩ উপজেলায় ইউপি নির্বাচন বুধবার(৫জানুয়ারি)। অবাধ,সুষ্ট ও শান্তিপূর্ন ভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।এজন্যে তিন উপজেলায় দায়িত্বে থাকবেন, ১৭ জন নির্বহিী ম্যাজিষ্ট্রেট। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর থেকে নির্বাচনী এলাকায় আইন শৃংখলা বাহিনী টহল জোরদার করেছে।পাশাপাশি ভোটের সরন্জাম ও কেন্দ্রে প্রেরণ করা হয়েছে, তবে ব্যালট পেপার যাবে ৫ জানুয়ারি ভোটের দিন ভোট গ্রহনের আগে।

বোয়ালখালী
দ:চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ২৫ জন চেয়ারম্যান প্রার্থী লড়ছেন।উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার বলেন ,শান্তিপুর্নভাবে ভোট গ্রহনের প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনে সহিংসতা রোধে পুলিশ, মোবাইল টিম, স্ট্রাইকিং,ফোর্স,ব্যাব ও বিজিবি দায়িত্বে থাকবে।

চন্দনাইশ: 

এদিকে চন্দনাইশে ৭ ইউনয়নের ও নির্বাচনে ২৫ জনচেয়ারম্যান,৫৬ জন সংরক্ষিত মহিলা সদস্য ২২৮ জন সাধারন সদস্য প্রার্থী সহ ৩০৯ জন রয়েছেন।৬জন নারী ও পুরুষ বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হচ্ছেন।মোট ৬৩ ভোটকেন্দ্রের মধ্যে ২৩ টি অতি ঝুকিপুর্ন ,২৫টি ঝুকিপুর্ন বলে জানা যায়,মোট ভোটার সংখ্য ৯৭ হাজার ৮শ ১৫ জন।উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম ও উপজেলা নির্বাচন অফিসার মিনহাজুল ইসলাম বলেন,ভোট গ্রহনে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আনোয়ারা

অন্যদিকে আনোয়ারা উপজেলায় ১০ ইউনয়িনের মোট ভোটার সংখ্যা ৯৫ হাজার ৪শ ৫০ জন।১০টি ইউপির মধ্যে ৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হবে,৩টিতে একক প্রার্থী রয়েছে।চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী লড়ছেন।মহিলা সংরক্ষিত আসনে ৯১ ও সাধারন সদস্য পদে ৩৫১ জন প্রার্থী রয়েছে। ৯০ভোট কেন্দ্রের মধ্যে ৩৬টি কেন্দ্র ঝুকিপুর্ন বলে জানা গেছে।তবে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ জানান,অবাধ,সুষ্ট নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে এ উপজেলায় আগামীকালের ইউপি নির্বাচনে ৭জন নির্বাহী ম্যাজিস্ট্র্রট সহ বি, জিবি, র‌্যাব,আনসার ও স্ট্রাইুকিং ফোর্স নির্বাচনে দায়িত্বে থাকবেন।

আবু তাহের, শাকিল,জিএন

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত