19 C
আবহাওয়া
৯:০৪ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » নিউইয়র্কে ছুরিকাঘাতে ৪ জনের মৃত্যু

নিউইয়র্কে ছুরিকাঘাতে ৪ জনের মৃত্যু

চকরিয়ায় বিচার চলাকালে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফায়ার রকওয়েতে আত্মীয়ের ছুরিকাঘাতে একই পরিবারের ৪ সদস্য নিহত হয়েছে। এ সময় পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছেন। এতে আরও দুই পুলিশ সদস্যসহ ৩ জন আহত হয়েছেন।

রোববার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বিবিসি বলছে, ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে হতাহতদের উদ্ধার করা হয়। ওই বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল হামলাকারী। এরপর পুলিশের দুই কর্মকর্তাকেও ছুরিকাঘাত করেন তিনি। এতে দুজন আহত হন।

ছুরিকাঘাতের পর গুলি শুরু করে পুলিশ। গুলিতে আহত ওই হামলাকারীকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। জ্যামাইকা হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। তবে কী কারণে এই হামলা হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

নিউইয়র্ক সিটি পুলিশের প্রধান জেফরি ম্যাড্রে সম্মেলনে বলেছেন, ৯১১ তে এক তরুণী ফোন করে জানায় তার চাচাতো ভাই তার পরিবারের সদস্যদের হত্যা করছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ