28 C
আবহাওয়া
৩:৩২ পূর্বাহ্ণ - জুন ২৯, ২০২৪
Bnanews24.com
Home » কক্সবাজারে পর্যটক দম্পতির মরদেহ উদ্ধার

কক্সবাজারে পর্যটক দম্পতির মরদেহ উদ্ধার


বিএনএ,কক্সবাজার:কক্সবাজার সমুদ্রে সৈকতে প্রাণ গেল এক পর্যটক দম্পতির। সৈকতের লাবনী পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে সী-সেইফ লাইফগার্ড কর্মীরা।নিহতরা হলেন, আবুল কাসেম বকুল ও তার স্ত্রী সাবিকুন নাহার সুমা।

রোববার (৩ ডিসেম্বর) সকাল সোয়া দশটার দিকে সৈকতের লাবনী পয়েন্টে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পাওয়া যায়। নিহত বকুল নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বোরহান উদ্দিন আহমেদের ছেলে ও তার স্ত্রী সুলতান আলীর মেয়ে সুমি।

হোটেল সী-গালের ম্যানেজার নুর মোহাম্মদ রাব্বী জানান, শনিবার সকাল ৯ টা ৪০ মিনিটে তারা দুজন আমাদের ৩২৭ নাম্বার কক্ষটি ভাড়া নেন। রোববার সকালে গোসলের উদ্দেশ্যে দুজন সৈকতে নামেন। কয়েক ঘন্টা পরও ফিরে না আসায় খোঁজ করতে থাকি। পরে শুনি দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের উপ-পরিদর্শক চাঁন মিয়া।

সী-সেইফের লাইফগার্ড সুপার ভাইজার ওসমান গণি বলেন, সকাল সোয়া দশটার দিকে খবর পাই লাইফগার্ড কর্মীরা ভাসমান দুজনের মরদেহ উদ্ধার করেছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: আশিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। দুইজনের মরদেহ এখন মর্গে রাখা হয়েছে।

বিএনএ/রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ