30 C
আবহাওয়া
৭:২৫ পূর্বাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় প্রায় ১ লাখ ভবন গুঁড়িয়ে দেয় ইসরায়েল

গাজায় প্রায় ১ লাখ ভবন গুঁড়িয়ে দেয় ইসরায়েল

প্রায় ১ লাখ ভবন ধ্বংস করে ইসরায়েল!

বিএনএ, বিশ্বডেস্ক : যুদ্ধবিরতি শেষে গাজায় আবারও হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। দেড় মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলার পর জিম্মি-বন্দি বিনিময় এবং গাজায় ত্রাণ পাঠাতে ২৫ নভেম্বর থেকে ৬ দিনের যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল -হামাস ।

যুদ্ধবিরতিতে মোট ৯৪ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে ইসরায়েলের বিভিন্ন কারাগার থেকে ১৮০ জনকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। সেই বিরতি শেষে শুক্রবার ভোর থেকে গাজায় উপত্যকায় হামলা চালায় ইসরায়েলি বিমান ও স্থলবাহিনী।

এ দিকে বিবিসির হাতে আসা নতুন কিছু স্যাটেলাইটের ছবিতে দেখা যায়, যুদ্ধবিরতি শুরুর আগে উত্তর গাজাজুড়ে ব্যাপক পরিমাণ ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল ।

স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করে বলা যায়, পুরো গাজাজুড়ে অন্তত ৯৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং  মানচিত্রে দেখা গেছে এর বেশিরভাগই গাজার উত্তরে অবস্থিত।

ড্রোন ফুটেজ ও ভেরিফায়েড ভিডিওতে আরও দেখা যায়, বিভিন্ন ভবন ও কোথাও পুরো পাড়া একেবারে মাটিতে মিশে গিয়েছে।

ইসরায়েলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ১০ হাজারেরও বেশি।

অন্যদিকে, হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ