26 C
আবহাওয়া
৩:২৩ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৪
Bnanews24.com
Home » স্বর্ণের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ

স্বর্ণের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ


বিএনএ, ঢাকা : প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে ৮৭ হাজার ২৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। শনিবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে। রোববার থেকে নতুন এ দাম কার্যকর হবে।

আন্তর্জাতিক এবং স্থানীয় বুলিয়ন বাজারে দামের হার বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।

গত ১৮ নভেম্বর ভরিতে সোনার দাম ১ হাজার ৭৪৯ টাকা বাড়ানো হয়।

কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কম থাকলেও নভেম্বর থেকে দাম বাড়তে শুরু করেছে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে ৮৩ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮০ হাজার ৩৬৫ টাকা। এখন থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭১ হাজার ৩৮৪ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ৬৮ হাজার ৯৩৪ টাকা। এ মানের স্বর্ণের ভরিতে বেড়েছে ২ হাজার ৪৫০ টাকা।

এছাড়া সনাতনী স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৯৯ টাকা বাড়িয়ে ৫৯ হাজার ৪৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫৬ হাজার ৬৮৭ টাকা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ