38 C
আবহাওয়া
৫:৫৯ অপরাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৪
Bnanews24.com
Home » কাপ্তাই ন্যাশনাল পার্কে আবারও অজগর অবমুক্ত

কাপ্তাই ন্যাশনাল পার্কে আবারও অজগর অবমুক্ত

কাপ্তাই ন্যাশনাল পার্কে আবারও অজগর অবমুক্ত

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির কাপ্তাইয়ে আবারো জেলেদের জাল থেকে উদ্ধার হওয়া ১৫ ফুট ৩ ইঞ্চি দৈর্ঘ্যের একটি অজগর অবমুক্ত করেছে বন বিভাগ। শনিবার (৩ ডিসেম্বর) বিকালে কাপ্তাই ন্যাশনাল পার্কে অজগরটি অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার জেলেদের জালে মাছ ধরার সময় ১৭ কেজি ওজনের অজগরটি ধরা পড়ে। যার দৈর্ঘ্যে ১৫ ফুট ৩ ইঞ্চি। পরে বন বিভাগের সদস্যরা উদ্ধার করে চিকিৎসার পর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করেন।

কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ বলেন, জেলেদের কাছ থেকে অজগরটি উদ্ধারের পর বিভাগীয় বন কর্মকর্তা মিজানুর রহমানের নির্দেশে অজগরটি অবমুক্ত করা হয়। এর আগেও বনকর্মীরা কয়েকটি অজগর অবমুক্ত করেন বলে তিনি জানান।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি

Loading


শিরোনাম বিএনএ