17 C
আবহাওয়া
১১:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » রানওয়েতে বিমান ঠেলছেন যাত্রীরা!

রানওয়েতে বিমান ঠেলছেন যাত্রীরা!

রানওয়ে

বিএনএ, ডেস্ক : রানওয়েতে বিমান ঠেলছেন যাত্রীরা । এমন দৃশ্যে রীতিমত হতবাক হতে হয়। বুধবার ( ১ ডিসেম্বর) নেপালের কোল্টির বাজুরা বিমানবন্দরে এই ঘটনা ঘটে। বিমানের টায়ার ফেটে এমন  বিপত্তি  হয়েছে।  চাঞ্চল্যকর এই দৃশ্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

নেপাল নিউজ জানায়, নেপালের বাজুরা বিমানবন্দরে অবতরণের সময় দেশটির এয়ারলাইন্স তারা এয়ার এর  বিমানের পেছনের একটি টায়ার ফেটে যায়। অবশ্য কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি ছাড়াই বিমানটি রানওয়েতে থেমে যায়।

পেছনের একটি টায়ার ফেটে যাওয়ার কারণে বিমানটিকে রানওয়ে থেকে কোনোভাবেই সরানো যাচ্ছিল না। এদিকে রানওয়ে আটকে থাকায় অন্য বিমানের অবতরণেও সৃষ্টি হয় অচলাবস্থার। অগত্যা বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের সঙ্গে রানওয়ে থেকে বিমান সরানোর কাজে হাত লাগান যাত্রীরাও।

চাঞ্চল্যকর এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেন বিমানবন্দরেই থাকা অপর ফ্লাইটের এক যাত্রী। এরপরই ওই ভিডিওটি ভাইরাল হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ