15 C
আবহাওয়া
১০:৫৮ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

হর্ষ বর্ধন শ্রিংলা

বিএনএ, চট্টগ্রাম: ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা আগামী ১০ ডিসেম্বর ঢাকা সফরে আসছেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ড. মোমেন জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব আগামী ১০ ডিসেম্বর ঢাকায় আসছেন।

এছাড়া আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকা সফর করবেন। ভারতের রাষ্ট্রপতি সেই সফর ঘিরেই দেশটির পররাষ্ট্র সচিব ঝটিকা সফরে ঢাকায় আসছেন।

উল্লেখ, ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার আগে হর্ষ বর্ধন শ্রিংলা ওয়াশিংটনে দেশটির রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তিনি তিন বছরের বেশি সময় ধরে তিনি ঢাকায় কর্মরত ছিলেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ