31 C
আবহাওয়া
১১:২৬ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » দেশপ্রেমে ঘাট‌তি; কয়েকজন পু‌লিশ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশপ্রেমে ঘাট‌তি; কয়েকজন পু‌লিশ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ ডেস্ক: দক্ষতা ও দেশপ্রেমে ঘাট‌তি থাকায় কয়েকজন পু‌লিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ কথা জা‌নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাংলাদেশ সেক্রেটারি রিপোর্টার্স ফোরামের সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন তি‌নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি চলমান প্রক্রিয়া। দক্ষতা ও দেশপ্রেমে ঘাটতি পড়ে গেলে অনেক আগ থেকেই এ ব্যবস্থা নেয়া হচ্ছে। দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি ছিল বলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

গত ১৮ অক্টোবর চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই তিনজন পুলিশ সুপারকে অবসরে পাঠায় সরকার। পরে ৩১ অক্টোবর পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ‘সরকারের কাছে কোনো কিছুই এলা‌র্মিং নয়। দক্ষতার ঘাটতি হলে সেই পোস্টটি দখল করে রাখবে কেন? কেউ কাজ না করে যদি বসে থাকে, দায়িত্ব যদি পালন না করে তাহলে এ ধরনের ব্যবস্থা নেয়া হয়।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ