14 C
আবহাওয়া
৬:৫৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » কবি আবুল হোসেন খোকন আর নেই

কবি আবুল হোসেন খোকন আর নেই

কবি আবুল হোসেন খোকনের দাফন সম্পন্ন

বিএনএ, ঢাকা :  কবি আবুল হোসেন খোকন(৫৪) মঙ্গলবার( ২ ন‌ভেম্বর)  রাত ৮.৩০ মিনিটে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। রাজধানীর এক‌টি হাসপাতা‌লে তি‌নি ই‌ন্তেকাল ক‌রেন( ইন্না …. রা‌জিউন)।

পাতা উল্টালে সব কিছু যেমন পড়া হয় না তেমনি আবুল হোসেন খোকন আর কোনদিন আমাদের জন্য কবিতা লিখবেন না।

বরিশালের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৬৭ সালে ১ লা জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন এই কবি, চ্যানেল ওয়ান, মাচরাঙ্গা,মাই টিভি,ও বাংলা টিভিতে কাজ করেন।ভারত থেকে মৃত্তিকা নামে তার কবিতার বই প্রকাশ হয়েছিল যা পাঠকদের কাছে অনেক জনপ্রিয়তা পায়।তিনি কবি হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমন করে কবিতা উৎসবের আন্তর্জা‌তিক ফেষ্টিভ্যাল গুলোতে যোগদিয়ে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন।বরিশালে কবির নিজ বাড়িতে আজ তাকে দাপন করা হয়।

বাংলা‌দেশ নিউজ এ‌জে‌ন্সি (‌বি এনএ) ও bnanews24 dot com সম্পাদক মিজানুর রহমান মজুমদার, উপ‌দেষ্টা সম্পাদক বিপ্লব রহমান এক শোক বার্তায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছেন।

bnanews24, রিপন রহমান খান, এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ