বিএনএ, চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলা জামায়াতের আমির ডা. খোরশেদ আলম বলেছেন, সবাইকে নিয়ে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে চাই। কে কোন ধর্মের, মতের মানুষ তা বড় বিষয় নয়, বড় কথা হলো আমরা বাঙালি। বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার একটি রেষ্টুরেন্টে আয়োজিত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে অপরিসীম ভূমিকা রাখেন সাংবাদিকরা। বিগত দীর্ঘ সময় ধরে উন্মুক্তভাবে জামায়াত ইসলামী সাংবাদিকদের সাথে কাজ করতে পারেনি। আমরা আপনাদের সাথে আছি। আপনারা সমাজের দোষত্রুটি তুলে ধরেন এবং পরামর্শ দিন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াছিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. আবু নাছের, বায়তুলমাল সম্পাদক আবদুল মান্নান, জামায়াত নেতা মো. জাহাঙ্গীর আলম, সাইদুল আলম, রফিকুল ইসলাম খসরু, সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, অধীর বড়ুয়া, শাহীনুর কিবরিয়া মাসুদ, আবুল ফজল বাবুল, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সিরাজুল ইসলাম, রাজু দে, পূজন সেন, এডভোকেট সেলিম চৌধুরী, দেবাশীষ বড়ুয়া রাজু, এস এম রবিউল, ইয়াছিন চৌধুরী, বাবর মুনাফ, আবু নঈম ও শাহাদাত হোসেন জুনাঈদী প্রমুখ।
বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী