25 C
আবহাওয়া
১২:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার রায় প্রত্যাহার

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার রায় প্রত্যাহার

ড. ইউনূস

বিএনএ, ঢাকা:  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা পরিশোধের নির্দেশনা নিয়ে হাইকোর্টের রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো: রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রত্যাহার করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সংশ্লিষ্ট বেঞ্চের সূত্র থেকে এ তথ্য জানা যায়। এর আগে, ৪ আগস্ট, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের এনবিআরের ৬৬৬ কোটি টাকা কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে হাইকোর্ট রায় দিয়েছিলেন। এতে ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা সরকারকে পরিশোধ করতে হবে বলে জানানো হয়েছিল।

১১ মার্চ, আপিল বিভাগ হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল, এই কর দাবির মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে। এরপর, ৪ আগস্ট হাইকোর্ট বেঞ্চ ওই রুল খারিজ করে রায় দিয়েছিলেন, যা এখন আদালত নিজ থেকেই প্রত্যাহার করে নিয়েছে।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ